1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্দেশখালি জুড়ে ইডি-র তল্লাশি অভিযান

১৪ মার্চ ২০২৪

সিবিআই হেফাজতে শাহজাহান শেখের জেরা চলছে। তারই মধ্যে ইডি-র সন্দেশখালি অভিযান গুরুত্বপূর্ণ।

https://p.dw.com/p/4dUVu
গ্রেপ্তার হওয়ার পর শাহজাহান
শাহজাহানের সন্দেশখালিতে ইডি-র অভিযানছবি: Subrata Goswami/DW

এর আগে সন্দেশখালি গিয়ে শাহজাহান শেখের বাড়ির সামনে মার খেতে হয়েছিল ইডিকে। বৃহস্পতিবার ভোরে আবার সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। এদিন সকালে ধামাখালি এলাকার মাছবাজার, ফেরিঘাট অঞ্চল ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আমদানি-রপ্তানিতে দুর্নীতিতে বিষয়ক একটি মামলা রুজু হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। ইডি সেই মামলার তদন্ত করছে। সেই মামলার সূত্র ধরেই বৃহস্পতিবার সকালে সন্দেশখালি অঞ্চলে পৌঁছে যায় ইডি। সঙ্গে বিরাট কেন্দ্রীয় বাহিনীও আছে। তারাই নদীপার ঘিরে রেখেছে। ধামাখালি বাজার ছাড়াও বেশ কিছু অঞ্চলে ইডি তল্লাশি চালাচ্ছে।

ইডি-র সূত্র জানিয়েছে, ধামাখালির মাছ বাজারের অংশীদার নজরুল মোল্লা। মাছবাজারের পাশাপাশি নজরুলের বাড়িতেও ইডি অভিযান চালিয়েছে। বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। এই নজরুলের সঙ্গে শাহজাহানের আর্থিক লেনদেন ছিল বলে মনে করা হচ্ছে। শাহজাহানকে জেরা করেই নজরুলের কাছে ইডি পৌঁছেছে বলে জানা গেছে।

এদিকে রেশন দুর্নীতি মামলাতেও জড়িত শাহজাহান। সেই মামলারও তদন্ত চলছে। এদিনের অভিযানে রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়েও তদন্ত হচ্ছে বলে ইডি সূত্র জানিয়েছে।

ইডি-র এক কর্মকর্তা ডিডাব্লিউকে জানিয়েছেন, মাছ এবং চিংড়ির ব্যবসায় টাকা লাগিয়ে শাহজাহান কালো টাকা সাদা করতো। সে জন্যই এলাকার মাছ এবং চিংড়ির বাজারগুলিতে বার বার অভিযান চালানো হচ্ছে। ব্যবসায়ীদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে উঠে এসেছে বলে ওই কর্মকর্তা দাবি করেছেন।

ইডি কর্মকর্তাদের উপর হামলা চলার পর দীর্ঘদিন ফেরার ছিলেন শেখ শাহজাহান। সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ তাকে মিনাখা থেকে গ্রেপ্তার করে। এর কয়েকদিনের মধ্যেই কলকাতা হাইকোর্টেরনির্দেশে সিবিআই তাকে হেফাজতে নেয়। তারপর টানা জেরা করা হচ্ছে শাহজাহানকে। তার বিরুদ্ধে সিবিআই এবং ইডি একাধিক মামলা করেছে। ২৫০টি প্রশ্নের একটি প্রশ্নবালি তৈরি করা হয়েছে তার জন্য।

ইডি-র দাবি, জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে এসেছে।

এসজি/জিএইচ (পিটিআই)